How Check JSC-JDC-PSC Result or কিভাবে JSC/JDC ও PSC পরীক্ষার ফলাফল দেখবেন

December 29, 2017 Khadizatul Kubra 0 Comments

আসসালামু আলাইকুম।
আপনারা সবাই জানেন কাল JSC/JDC ও PSC ফলাফল দিবে।

তাই জলদি দেখে নিন, কিভাবে JSC/JDC ও PSC পরীক্ষার ফলাফল দেখবেন।

 JSC/JDC র ফলাফল দেখার জন্য 🔰

#এখান থেকে রেজিঃ নাম্বার ছাড়া ফলাফল দেখতে পারবেন 
http://eboardresults.com/app/stud/

#এখান থেকে রেজিঃ নাম্বার দিয়ে ফলাফল দেখতে পারবেন
http://www.educationboardresults.gov.bd/

#এখান থেকে সব স্কুল এর ফলাফলের জন্য
http://eboardresults.com/app/stud/?rtype=

বা

 PSC ফলাফলের জন্য 


#নাম্বার সহ দেখার জন্য

JSC, JDC ও PSC র ফলাফল SMS এর মাধ্যমে দেখার নিয়ম 

১. জেএসসি পরীক্ষার ফলাফল জানতে
JSC বোর্ডের প্রথম ৩ অক্ষর Roll নম্বর Year লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। 

উদাঃ JSC DHA 123456 2017 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

২. জেডিসি পরীক্ষার ফলাফল জানতে
JDC মাদ্রাসা বোর্ড Roll নম্বর Year লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।

উদাঃ JDC MAD 123456 2017 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।

৩. প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ
DPE <Space> আপনার উপজেলা/থানার কোড <Space> রোল নম্বর <Space> পাশের বছর এরপর Send করুন 16222 নম্বরে।

উদা: DPE 23045 56889 2017 এবং Send করুন 16222 নম্বরে।

৪. ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ
মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে। 

উদাঃ EBT 23045 56889 2017 এবং Send করুন 16222 নম্বরে।

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা ভুল হলে ক্ষমা করবেন।

সবাই ভালো থাকবেন।

You Might Also Like


0 comments: